চট্টগ্রাম, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ , ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সমাবেশ ঘিরে নাশকতার চেষ্টা করলে কোনও ছাড় নয় : ডিবিপ্রধান

প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২২ ১২:১৯ : অপরাহ্ণ

আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিভাগীয় গণসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির এই সমাবেশ ঘিরে কোনো নাশকতার চেষ্টা হলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ রয়েছে বিএনপির। সেখানে অনেক পুলিশ সদস্য থাকবেন, কাজ করবেন। সেখানে কোনো তৃতীয় পক্ষ কিংবা অসাধুচক্র যেন কোনো সমস্যা করতে না পরে সেই জন্য কাজ করছি আমরা। কেউ রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা করছে কিনা, সেই ব্যাপারেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডিবিপ্রধান বলেন, সমাবেশের আগে সমাবেশস্থলে এসে দলটির নেতাকর্মীদের জড়ো হওয়ার সুযোগ নেই। এমন কিছু হলে আইনশৃঙ্খলা বাহিনী আইনি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, কোনও রাজনৈতিক দল যদি কর্মসূচি পালন করে, তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সেভাবেই কাজ করছি আমরা। এরপরও কেউ যদি নাশকতা বা কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে তাকে ছাড় দেব না আমরা।

Print Friendly and PDF