চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে বিএনপিকে আর ছাড় দেয়া হবে না: কাদের

প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২২ ১১:০৪ : পূর্বাহ্ণ

বিএনপি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে তাদের আর ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে ৫৯তম মৃত্যুবার্ষিকীতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যু নিয়ে যে রহস্য তার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা আমরা জানি না। গণতন্ত্রই ছিল তার জীবনের মূল প্রেরণা।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র বিকাশে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের মুক্তি ঘটিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রহসনের নির্বাচন দেশের ইতিহাসে আছে। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরে থাকতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

Print Friendly and PDF