চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে: হানিফ

প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২২ ৬:১৪ : অপরাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে সংবিধান আছে, আইন আছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিএনপি সমাবেশ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুমতি চেয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে অনুমতি দিয়েছে সেখানেই সমাবেশ করতে হবে। শক্তি খাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার বরদাশত করবে না।

সোমবার দুপুরে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনা যখনই দেশের উন্নয়নে কাজ শুরু করেন, ঠিক তখন বিএনপি-জামায়াত আবার দেশকে পেছনে টানতে ষড়যন্ত্র করে। এই অশুভ শক্তি দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। ক্ষমতায় থাকতে নিজেরা দেশের কোনো উন্নয়ন করেনি। এখন আওয়ামী লীগকেও করতে দিচ্ছে না। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। এখন আবারো পেছন দিকে নিয়ে যেতে চাচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়েছিল। খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট ছিল ভয়াবহ। দেশের মানুষ আর দুর্নীতি দেখতে চায় না। তাদের নেতৃত্বে দেখতে চায় না।

বিএনপি নেতারা দিশেহারা হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন- এমন মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান এতিমের টাকা আত্মসাৎ করেছিল আদালত থেকে তা প্রমাণিত। মির্জা ফখরুল এ নিয়ে প্রতিবার নতুন নতুন মিথ্যাচার করেন। মিথ্যাচার করে দেশের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে শেখ হাসিনা এগিয়ে চলেছেন। অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে আলোয় উদ্ভাসিত করেছেন। তার এই পথচলাকে তার পাশে থেকে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি-জামায়াতের যেকোনো অশুভ তৎপরতা রুখে দেয়ার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

Print Friendly and PDF