চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী

প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২২ ১২:০৮ : অপরাহ্ণ

শপথের মধ্য দিয়ে কমিশন প্রাপ্ত অফিসারদের দেশের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৩ তম বিএমএ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে সবাইকে। আমরা কোনো যুদ্ধ চাই না, শান্তি চাই। আর সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সাথে বৈরীতা নয়; এই নীতি নিয়ে কাজ করছে সরকার। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে।

আর আজকের নবীন অফিসাররা উন্নত বাংলাদেশ গড়ে তুলবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্যারেড কমান্ডার মেজর নাইম হাসনাইনের নেতৃত্বে অফিসার ক্যাডেটরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরপর রীতি অনুযায়ী নবীন অফিসারদের শপথ পড়ান ব্যাটেলিয়ন কামান্ডার কর্নেল সোহেল আহমেদ। পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।

Print Friendly and PDF