চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জনসভায় এসে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২২ ৩:২৯ : অপরাহ্ণ

পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে জহিরুল ইসলাম বাচা (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক।

জহির চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

নুর উল্লাহ আশেক বলেন, রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানিয়েছেন- জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি।

Print Friendly and PDF