চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আ.লীগের জনসভা আজ

প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২২ ১০:৪৩ : পূর্বাহ্ণ

চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা আজ। বন্দরনগরীতে প্রায় এক দশক পর এমন কর্মসূচিতে যোগ দিচ্ছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আসাকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে চট্টগ্রাম। নগরীর পলোগ্রাউন্ড মাঠে নৌকার আদলে তৈরি করা হয়েছে সর্ববৃহৎ মঞ্চ। যার দৈর্ঘ্য ১৬০ ফুট। আর মূল মঞ্চের দৈর্ঘ্য ৯০ ফুট। যেখানে কয়েক সারিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন শীর্ষ নেতারা। এছাড়া সভাস্থলে থাকছে মুক্তিযোদ্ধা ও নারীদের জন্য আলাদা জায়গা।

নেতারা বলছেন, এ জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড়। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো শহর। আসছে নির্বাচনের প্রচারণা চালাতেই পলোগ্রাউন্ডে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশ সফল করতে গত ১৫ দিন ধরে ব্যস্ত সময় পার করেছেন নেতাকর্মীরা। উৎসবের আমেজ শহরের প্রতিটি প্রান্তে। এখন প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রামবাসী। পুরো নগরজুড়ে করা হয়েছে সাজসজ্জা, রাতে করা হচ্ছে লাইটিং।

শহর ও জনসভাস্থল ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসা উপলক্ষে সংস্কার হয়েছে রাস্তা-ঘাট। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেওয়াল লেখন, আলোকসজ্জা ও তোরণ নির্মাণসহ সাজসজ্জায় সজ্জিত হয়েছে চট্টগ্রাম নগরী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

Print Friendly and PDF