প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২২ ৩:৪৩ : অপরাহ্ণ
সারাবিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিন মাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে, ডিসেম্বর মাসে আরও কমবে বলে আশা করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ আন্তঃজেলা কুস্তি প্রতিযোগীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। টাকা থাকলেই অপচয় করা যাবে না, দেশে ডলার সংকট নয় তবে কিছুটা ঘাটতি আছে, নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কুস্তি প্রতিযোগিতার আহ্বায়ক জাকির জাফরান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা, কুস্তি প্রতিযোগীর সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
সুনামগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুদিন ব্যাপী শুরু হয়েছে কুস্তী খেলার প্রতিযোগিতা। এতে জেলা সদর উপজেলা, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, শান্তিগঞ্জসহ ৫টি উপজেলার কুস্তির মাল (কুস্তি খেলোয়াররা) অংশ নেন। রোববার খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।