চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পল্টন নয়, বিএনপির আগুন সন্ত্রাসকে ভয় পায় আ. লীগ: ওবায়দুল কাদের

প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২২ ৬:৩৪ : অপরাহ্ণ

আওয়ামী লীগ পল্টনকে নয়, বিএনপির আগুন সন্ত্রাসকে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগের এই শাখার বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ফখরুলের পছন্দ না। ধরা পড়ে গেছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন না; আপনারা আবারও প্রমাণ দিলেন। এজন্য সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ না। বলে কী, এখানে অঘটন ঘটবে, খাঁচার মধ্যে। এটা খাঁচা? বেগম জিয়া এখানে মিটিং করলেন কেন?

তিনি আরও বলেন, ৩৫ হাজার বর্ঘফুটের পল্টন উনাদের জন্য নিরাপদ। কেন নিরাপদ তা আমরা জানি। অঘটন আর কেউ ঘটাবে না। আগুন-বোমা-লাঠি নিয়ে আসবেন, সেজন্য ওটা আপনাদের জন্য নিরাপদ। সেখানে একটা ঘর আছে তো। নিরাপদে থাকবে।

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? আপনারা ঢাকা দখল করবেন। হায়রে আল্লাহ, কতো বড়ো সাহস।

বিএনপির সব সমাবেশই ফ্লপ হয়েছে উল্লেখ করে এ সময় সংবাদকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের লক্ষাধিক লোকের সমাবেশেও ভালো কাভারেজ দেয়া হয় না। কিন্তু বিএনপির ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যায়। তাই এই বৈষম্যের সুবিচার চান তিনি।

Print Friendly and PDF