চট্টগ্রাম, মঙ্গলবার, ৭ মে ২০২৪ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুচরা পর্যায়ে বিদ্যুতের দামের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিইআরসি

প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২ ৪:১৩ : অপরাহ্ণ

৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে কিনা সে ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর ডিপিডিসি এলাকা পরিদর্শনের সময় এ কথা বলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, আগামী মার্চের পর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বিদ্যুৎ সংকট কেটে যাবে।

বাইরে থেকে এলএনজি আমদানি করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনা হবে।

আগামী ৫-৬ বছরের মধ্যে ঢাকার একটি বড় অংশ আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ ক্যাবলের আওতায় আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রীর।

Print Friendly and PDF