প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২ ৩:৩৪ : অপরাহ্ণ
গাইবান্ধা-৫ উপনির্বাচনে ১২৫ কেন্দ্রের কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছে নিয়োগকারী প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে এক মাসের মধ্যে ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানাবে তারা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব তথ্য জানান।
তিনি বলেন, ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবে ইসি।
রিটার্নি অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ইসি।