প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২ ৩:৪৯ : অপরাহ্ণ
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
বিএনপি কেন সমাবেশের জন্য ১০ ডিসেম্বর বেছে নিল? প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কি জানে না বাংলাদেশের ইতিহাস? ১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়নে প্রক্রিয়া শুরু হয়। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংগঠিত হয়।
কাদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ঐতিহাসিক স্থান, যেখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ১৬ ডিসেম্বর যারা বিশ্বাস করে, সেখানে পাক-হানাদার মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। সেই সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপির অপছন্দ তা জানতে চাই।
বিএনপি কেন পার্টি অফিসের সামনে ছোট এলাকায়, যেখানে ৩৫ হাজার স্কোয়ারের ফিটের মতো একটা ছোট জায়গা, সেখানে সমাবেশের জন্য বেছে নিলো? প্রশ্ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
তিনি বলেন, পার্টি অফিসে সমাবেশ করার জন্য বিএনপির এত দৃঢ়তা কেন? এখানে তাদের কি কোনো উদ্দেশ্য আছে? কোনো মতলবে কি তারা এটা চায়? তবে হ্যাঁ, আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।