চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডু অর ডাই ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনা একাদশ

প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২ ১১:৩৪ : পূর্বাহ্ণ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের শিকার হয় আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। পরে দ্বিতীয় ম্যাচের একাদশে ৫ পরিবর্তন নিয়ে খেলতে নামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে ২০২২ আসরে টিকে থাকে আলবিসেলেস্তেরা।

তবে তৃতীয় ম্যাচে সেই একাদশ ধরে রাখছেন না আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পোল্যান্ডের বিপক্ষেও খেলোয়াড় রোটেশন করে দেখতে চান তিনি। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বুধবার (৩০ নভেম্বর) রাত ১টায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি লিওনেল মেসিদের জন্য মহাগুরুত্বপূর্ণ। এতে জিতলে নকআউট পর্বে উঠবে তারা। আর হারলে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিতে হবে তাদের। এমন মহারণে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন স্কালোনি।

যথারীতি দুই উইংয়ে থাকছেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। বাজে পারফরমের পরও স্ট্রাইকার হিসেবে টিকে যেতে পারেন লাউতারো মার্তিনেজ। ফলে ফের রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হবে জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালাকে।

মেক্সিকো ম্যাচে বসে ছিলেন লিন্দ্রো পারেদেস। তবে পোলিশদের বিপক্ষে একাদশে ঢুকতে পারেন তিনি। সেন্টার ব্যাক পজিশনে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। এতে বাদ পড়তে পারেন লিসান্দ্রো মার্তিনেজ। আবার থেকেও যেতে পারেন তিনি।

লেফট ব্যাক থাকতে পারেন নিকোলাস ত্যাগলিয়াফিকো অথবা মার্কস আকুনা। রাইট ব্যাকের ভূমিকায় দেখা যেতে পারে হুয়ান ফোয়েথকে। আর মেক্সিকানদের বিপক্ষে দারুণ পারফরম করায় মূল একাদশে থেকে যেতে পারেন এনজো ফার্নান্দেজ।

আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিন্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

Print Friendly and PDF