চট্টগ্রাম, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চট্টগ্রামের শিশু আয়াতের লাশের খন্ডিত অংশ উদ্ধার

প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২ ৪:১৭ : অপরাহ্ণ

চট্টগ্রামে আলিনা ইসলাম আয়াত নামে পাঁচ বছরের শিশুর লাশের খন্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে নগরের বন্দরটিলা আকমল আলী রোড এলাকার একটি নালা থেকে লাশের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মনোজদের প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৫ নভেম্বর বিকেলে আলিনা ইসলাম আয়াত বাসার পাশে একটি মক্তবে পড়তে যায়। পরে পরিবার জানতে পারে শিশুটি মক্তবে যায়নি। উৎকণ্ঠায় থাকা পরিবার ১০ দিন পর গত শুক্রবার জানতে পারে, তাদের সন্তান খুন হয়েছে পরিচিতজন আবির মিয়ার হাতে। আয়াত তাঁকে ডাকত চাচ্চু বলে।

পুলিশকে আবির জানান, আয়াতকে অপহরণ করেন মুক্তিপণের জন্য। ধরা পড়ে যাওয়ার ভয়ে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেন।

আয়াতের বাবা সোহেল রানা বাড়ির পাশে একটি মুদির দোকান করেন। ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত তিনি।

সূত্র: প্রথম আলো

 

Print Friendly and PDF