চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াবার চালান নিয়ে নোয়াখালীতে কক্সবাজারের মাদক কারবারি সহ গ্রেফতার-৩

প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২২ ৫:১০ : অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১১শ পিস ইয়াবা নিয়ে কক্সবাজারের মাদক কারবারি সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে গ্রেফতার মাদক কারবারিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া ব্রীজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিনারা বেগম (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার ৮নং হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়া গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে,  আমির উদ্দিন(৪৮) সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের চরপানা গ্রামের আমির উদ্দিনের বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে, একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর বাগ্যা গ্রামের মো.শফি উল্যার ছেলে কামাল হোসেন (৪০)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিত্তে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারি গ্রেফতার করে।  এ সময় কক্সবাজারের ইয়াবা কারবারি মিনারা বেগমের কাছ থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Print Friendly and PDF