চট্টগ্রাম, শনিবার, ২ নভেম্বর ২০২৪ , ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশের ধারেকাছেও যাবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২২ ১০:৩৭ : পূর্বাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকায় বিএনপির আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশের ধারেকাছেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাবে না। এ কারণে ছাত্রলীগের সম্মেলনও এগিয়ে আনা হয়েছে।

সোমবার দুপুরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রথমে এই সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে তা প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত করা হয়। এরপর ৮ ও ৯ ডিসেম্বর এ সম্মেলন আয়োজনের কথা জানানো হয় ছাত্রলীগের পক্ষ থেকে। শেষ পর্যন্ত ৬ ডিসেম্বর চূড়ান্ত হয়।

তিনি আরো বলেন, বিএনপির সমাবেশের জন্যই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন এগিয়ে আনা হয়েছে। তবে এটা বিএনপির আন্দোলনের ফল নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা ও নৈতিকতা। তিনি চান আওয়ামী লীগের পক্ষ থেকে যেন বিএনপির সমাবেশে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।

Print Friendly and PDF