আয়াত হত্যায় গ্রেফতার আবির ২ দিনের রিমান্ডে
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২২ ১০:৪৬ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় শিশু আয়াত হত্যার ঘটনায় গ্রেফতার আবির আলীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সাদ্দাম হোসেন এ আদেশ দেন।
গ্রেফতার আবির আলী নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আজহারুল ইসলামের ছেলে।
এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মনোজ কুমার দে বলেন, আটকের পর আবির আলী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিশুটির বাবা ইপিজেড থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আবিরকে গ্রেফতার দেখিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আয়াত। এর ১০ দিন পর গত শুক্রবার পিবিআই জানায় মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণের পরিকল্পনা করে আবির আলী। পরে শ্বাসরোধ করে হত্যার পর আয়াতের মরদেহ সাগরে ভাসিয়ে দেন আবির।