প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২২ ৫:৩২ : অপরাহ্ণ
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
হুইপ স্বপন বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার দল নয়। আওয়ামী লীগের লোকজন আপনাদের পাহারা দিয়ে রাখবে। পালিয়ে যাওয়ার দল বিএনপি। তাদের নেতা তারেক রহমান রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন।
তিনি আরো বলেন, বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির স্বাধীনতা ও মুক্তির পক্ষে আপসহীন। তার কন্যা শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ট ও সাহসী রাষ্ট্রনায়ক। তিনি মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি করেন। আমরা সেই দলের কর্মী হয়ে কখনো দেশ ছাড়ার কথা চিন্তা করি না।
আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি ১০ ডিসেম্বরের হুমকি দিচ্ছে। তাদের এই হুমকি ১৪ বছর ধরে শুনছি। ডিসেম্বর মাস আওয়ামী লীগের মাস, বাঙালির বিজয়ের মাস। এই মাসে বিএনপিকে সুস্থ রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে। তারা রাজনীতির নামে জনভোগান্তি-নাশকতা করতে চাইলে ছাড় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি এবাদুল করিম বুলবুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুর্শেদ হোসেন কামাল প্রমুখ।