চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২২ ৫:৫৭ : অপরাহ্ণ

ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংক থেকে টাকা সরিয়ে নেয়ার আলোচনা প্রসঙ্গে ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ নভেম্বর) সচিব সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব ব্যাংকিং খাত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, সভায় বিষয়টি নিয়ে ইনডিরেক্ট আলোচনা হয়েছে এবং নির্দেশনা দেয়া হয়েছে ব্যাংকিং ও ফাইনান্স ডিভিশনকে। চারপাশে এত কথা উঠছে, প্রকৃত দৃশ্যটা কী, সেটা শিগগিরই দেখে অবহিত করবেন আমাদের।

এছাড়া ইসলামী ব্যাংক প্রসঙ্গে বলেন, সার্বিকভাবে, আরও কয়েকটা ব্যাংকের কথা তো…ওটা শোনার পরে ইন্টারনেটে গিয়ে দেখি কয়েকটা ব্যাংকের ব্যাপারে ইউটিউবে বিভিন্ন রকম…বাইরে থেকে বক্তব্য দিচ্ছেন। তবে এটাকে অবহেলা করা হয়নি। বলা হয়েছে, এসবকে দেখে সিনারিওটা জানাও আমাদের।

এছাড়া সভায় জঙ্গি ইস্যুতে সচিবদের সতর্ক থাকার জন্যও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Print Friendly and PDF