চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যেকোন মূল্যে ১০ ডিসেম্বরের সমাবেশ হবেই : আমীর খসরু

প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২২ ৩:২৬ : অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেকোন মূল্যে ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করা হবে। বিএনপিকে সমাবেশ করার যে অধিকার সংবিধান দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো সে অধিকার সংরক্ষণ করা।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু অভিযোগ করে বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশি বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের ডেকে নানা অপপ্রচার চালাচ্ছে। 

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিজ নিজ দেশের কাছে তুলে ধরা এ দেশের দূতাবাসগুলোর দায়িত্ব। তারা তাদের দায়িত্ব পালন করছে। দেশে যা ঘটছে দূতাবাসগুলো সেগুলোই তাদের দেশের কাছে তুলে ধরছে। এখানে বিএনপির কোন হাত নেই।

বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের মন্তব্য অভ্যন্তরীণ কোন বিষয় নয় জানিয়ে বিএনপির এ নেতা বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রে গিয়ে তদবির করছেন পররাষ্ট্রমন্ত্রী। ক্ষমতায় রাখার জন্য ভারতে গিয়ে তদবির করছে আওয়ামী লীগ। এসব এখন সবাই জানে।

Print Friendly and PDF