প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২২ ১২:৩১ : অপরাহ্ণ
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো।
বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি জসিম উদ্দিন, ফারদিন এক্সেসরিস কোম্পানির চেয়ারম্যান ওমর ফারুক।
এ সময় ২৯টি খাতে ৭১টি প্রতিষ্ঠানের হাতে ২৯টি স্বর্ণ, ২৪টি রৌপ্য, ১৮টি ব্রোঞ্জ পদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী ও অতিথিরা।