চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উগ্রবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২২ ১০:৫৫ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন অপপ্রচারে ব্যস্ত হয়ে উঠেছে। উগ্রবাদের বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি।

মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘কথায় কথায় মিথ্যা বলেন’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেখতে ভালো মানুষের মতো লাগে, আসলে বেশি-বেশি মিথ্যা কথা বলেন তিনি।’

কাদের বলেন, দেশের বড় মেগাপ্রকল্পের মধ্যে পদ্মাসেতুতে এখন যানবাহন চলছে। ঢাকায় মেট্রোরেল প্রস্তুত, এছাড়া দেশের আরো বড় বড় মেগাপ্রকল্পের কাজ চলমান। এরপরও বিএনপি জনগণকে মিথ্যা তথ্য দিচ্ছে। এসব কথায় জনগণ ভোট দেবে না। ভোট দেবে কাজেকর্মে।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। এটা বিএনপি সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীকে ২০ বার হত্যার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আল্লাহ যখন বাঁচায় মারে কে। ডিসেম্বর মাসে খেলা হবে বিএনপির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধ, অপশক্তির বিরুদ্ধে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ স্বপন, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মায়া, ফরিদুন্নাহার লাইলি প্রমুখ।

Print Friendly and PDF