প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২ ৪:২১ : অপরাহ্ণ
কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের মুখোমুখি হয় তারা। ম্যাচের অষ্টম মিনিটে কর্ণার পায় আর্জেন্টিনা। এসময় আলবিসেলেস্তেদের একজনকে ডি বক্সে অবৈধভাবে বাঁধা দেন সৌদি ডিফেন্ডার কানো।
স্পট কিক থেকে দশম মিনিটে লক্ষ্যভেদ করেন মেসি। যার মাধ্যমে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।
সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা কোচ শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছেন। তার সেরা ফরমেশন, ৪-২-৩-১ ফরমেশনেই একাদশ মাঠে নামিয়েছেন।
আর্জেন্টিনা একাদশ: ফরমেশন (৪-২-৩-১)
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেদেস, আলেহান্দো (পাপু) গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
কোচ: লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি