চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছে: ওবায়দুল কাদের

প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২ ৫:৪৪ : অপরাহ্ণ

বিএনপি মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষের কষ্টকে পুঁজি করে রাজনীতি করছে বিএনপি। মানুষকে খেপিয়ে তুলছে সরকারের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লক্ষ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব এতো মিথ্যা কথা বলে কেন? ফখরুল ভাই, আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হয়। কিন্তু আপনার মুখে মধু অন্তরে বিষ কেন? অন্তরে জ্বালা কেন?

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, জঙ্গিবাদ আমরা করি না। আদালতের ওই ঘটনার তদন্ত হচ্ছে। বাংলাভাই বিএনপির সময় সৃষ্টি। জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি।

এ সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার মৃত। এটাকে জীবিত করার স্বপ্ন দেখে লাভ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, মানুষ এখন বৈশ্বিক সংকটের শিকার হয়ে কষ্ট পাচ্ছে। অতিরিক্ত ব্যানার-পোস্টার না লাগিয়ে কষ্টে থাকা মানুষদের টাকা দিয়ে সাহায্য করলে বেশি কাজে দিতো।

Print Friendly and PDF