চট্টগ্রাম, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পতেঙ্গা মডেল থানার কাঠগড় মুসলিমাবাদ বিট নং-৮৩ এর উদ্যেগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২ ১:৩৩ : অপরাহ্ণ

সিটিজিটাইমস:  ২১ নভেম্বর, ২০২২খ্রিঃ দুপুর ১২.০০ টা হতে দুপুর ০২.০০ টা পর্যন্ত পতেঙ্গা মডেল থানার কাঠগড় মুসলিমাবাদ বিট নং-৮৩ এর উদ্যেগে জনাব আবু জায়েদ মোঃ নাজমুন নূর, অফিসার ইনচার্জ, পতেঙ্গা মডেল থানা, সিএমপি, চট্টগ্রাম এর সভাপতিত্বে এবং অপারেশন অফিসার জনাব জসীম উদ্দীন এর সঞ্চালনায় “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব শাকিলা সোলতানা, উপ-পুলিশ কমিশনার(বন্দর), বিশেষ অতিথি জনাব শেখ শরীফ উজ জামান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(বন্দর), অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব সালেহ আহম্মেদ চৌধুরী, কাউন্সিলর, ৪০নং ওয়ার্ড, জনাব শাহানূর বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ৩৯, ৪০, ৪১নং ওয়ার্ড, জনাব জসীম উদ্দিন চৌধুরী, সভাপতি, পতেঙ্গা থানা কমিউনিটি পুলিশিং থানা কমিটি, জনাব শাহাদাত হাসান, সাধারন সম্পাদক, পতেঙ্গা থানা কমিউনিটি পুলিশিং থানা কমিটি সহ কাঠগড় মুসলিমাবাদ বিট এলাকার বিভিন্ন শ্রেণি পেশার অনুমান ৩০০জন নারী-পুরুষ। উক্ত অনুষ্ঠানে উম্মুক্ত আলোচনায় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন মুসলিমাবাদের মোঃ নিজামুল হক, আবু আহম্মেদ, মাহাবুব আরা,  হাউজিং কলোনীর মোঃ সাইফ উদ্দিন, আলীর দোকানের শাহানাজ বেগম সহ উপস্থিত স্থানীয় লোকজন। প্রধান অতিথি জনাব শাকিলা সোলতানা থানা এলাকায় জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, অসামাজিক কার্যকলাপ, কিশোর গ্যাং, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সহ সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে উপস্থিত লোকজনের সহযোগিতা সহ থানা পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জনাব আবু জায়েদ মোঃ নাজমুন নূর থানা এলাকায় সকল প্রকার অপরাধ সংক্রান্তে পুলিশকে সংবাদ প্রদানের জন্য সকলের সহযোগিতা আহবান সহ দ্রুত প্রয়োজনীয় পুলিশিং সেবা প্রদানের ঘোষনা দেন।

Print Friendly and PDF