চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাকে চায় : কাদের

প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২ ১১:২৪ : পূর্বাহ্ণ

কাদের

আমরা নির্বাচন করব। জনগণ চাইলে ক্ষমতায় থাকব আর না হয় থাকব না। নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাকে চায় আর কাকে চায় না।

সোমবার (২১ নভেম্বর) কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা কারও চিরস্থায়ী নয়। বিএনপি হারানো সিংহাসন ফিরে পেতে বিভোর হয়ে ওঠেছে। শেখ হাসিনার মতো নেতা না থাকলে দেশে উন্নয়ন হয় না তা প্রমাণিত সত্য। এটা জনগণও আজ বিশ্বাস করে। আমরা কথায় নয়, উন্নয়ন দিয়ে জবাব দিব।

এর আগে দিবসটি উপলক্ষে কুমিল্লা সেনানিবাসের এম.আর চৌধুরী প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে কেক কাটেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা এরিয়া কমান্ডার, ৩৩ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাশেম খান এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, নাসিমুল আলম নজরুল এমপি, ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপিসহ বৃহত্তর কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন আসনের এমপি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা ও পরিবারবর্গ এবং সেনাবাহিনী ও প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।

Print Friendly and PDF