চট্টগ্রাম, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি সমাবেশের নামে পিকনিক করছে: হাছান মাহমুদ

প্রকাশ: ২০ নভেম্বর, ২০২২ ৪:৪০ : অপরাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সমাবেশের নামে এক একটি পিকনিক করছে। এই সুযোগে দেশের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিচ্ছে। সেই টাকা পাঠানো হচ্ছে লন্ডনে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি যখনই সমাবেশ করতে চেয়েছে, সরকার সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগকে কোনো সহযোগিতা করেনি। বিএনপি যে ধরনের সমাবেশ করতে চায় তার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে পূর্বাচল, সোহরাওয়ার্দী উদ্যান নয়।

তিনি আরো বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ন্ত্রণের কোনো চিন্তা নেই সরকারের। তবে সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে, অতীতের মতো জ্বালাও-পোড়াও করলে জনগণই তাদের প্রতিহত করবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির সমাবেশকে সামনে রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গায়ের জোরে সরকারবিরোধী কথাবার্তা বলছেন। বিজয়ের মাস ডিসেম্বরে সমাবেশের নামে বিএনপি নাশকতামূলক কিছু করতে চাইলে জনগণ তাদের আত্মসমর্পণ করিয়ে ছাড়বে।

Print Friendly and PDF