চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষের অধিকার নিশ্চিত ও নির্যাতন রোধে আইনের দাবি

প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২ ১২:৫৭ : অপরাহ্ণ

আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষ্যে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে মানবন্ধন ও সাইকেল র‍্যালির আয়োজন করা হয়।

সাইকেল র‍্যালির আগে এই দিবস নিয়ে কথা বলেন পুরুষদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের নেতারা। পুরুষদের অধিকার নিশ্চিত ও পুরুষ নির্যাতন রোধ আইন করার দাবি জানান তারা। অভিযোগ করেন, নারী অধিকার নিশ্চিতে সমাজ ও রাষ্ট্র যতোটা সচেতন পুরুষদের বিষয়ে ঠিক ততোটাই বৈষম্যমূলক আচরণ করছে। কোনো পুরুষ নির্যাতনের শিকার হলে বিচার পাওয়ার অধিকারটুকুও হারিয়ে ফেলছে। এ অবস্থায় পুরুষ নির্যাতন রোধে অচিরেই আইন করার দাবি জানান তারা।

 

Print Friendly and PDF