চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ গণতন্ত্রকে সুসংহত করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২ ১:৪৭ : অপরাহ্ণ

বিএনপি-জামায়াতের শাসনামলে ছিল হত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও ভোট চুরি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে সুসংহত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ মন্তব্য করেন তিনি। জানিয়েছেন, এখনও পাঁচ মাসের ব্যয় মেটানোর মতো রিজার্ভ আছে। দেশের মানুষের জন্য প্রতিটি টাকা খরচ হচ্ছে। রিজার্ভের টাকা দিয়ে জ্বালানি তেল ও প্রয়োজনীয় খাদ্যশস্য কেনা হচ্ছে। কেবল করোনা ভ্যাকসিনের জন্য ১২শ’ কোটি টাকা ব্যয় হয়েছে।

নিজেদের নয়, জনগণের ভাগ্য গড়তে সরকার কাজ করছে বলে এ সময় উল্লেখ করেন তিনি। আরও বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত। আর এটা দেখে না দেশের কিছু মানুষ। কারণ, গণতান্ত্রিক ধারা তাদের পছন্দ নয়।

Print Friendly and PDF