চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হজ ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর কেনা জাহাজকে প্রমোদতরী বানিয়েছিল জিয়া’

প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২ ২:৩৪ : অপরাহ্ণ

হজ ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু যে জাহাজ কিনেছিলেন ক্ষমতায় এসে জিয়া তা প্রমোদতরী হিসেবে ব্যবহার করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিষয়ক সম্মেলন এবং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান। তিন দিনব্যাপী এই মেলা শেষ হবে আগামী শনিবার (১৯ নভেম্বর)।

প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, হজযাত্রীদের হয়রানি করলে এজেন্সির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

শেখ হাসিনা বলেন, নির্বাচনে আমাদের ইশতেহার ছিল ডিজিটিলাইজেশন। আমরা ক্ষমতায় আসার পর হজ ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছি।

হজযাত্রীদের দুর্ভোগ লাঘবে সরকারের আন্তরিকতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় সৌদি বাদশাহর আমন্ত্রণে হজে গিয়েছি। সেখানে গিয়ে হাজীদের সমস্যাগুলো নিজে দেখেছি। সেখান থেকেই হাজিদের কষ্ট কমাতে কাজ করেছি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF