চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে: ডেপুটি স্পিকার

প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২ ১১:২৩ : পূর্বাহ্ণ

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে সরকার জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করছে।

বুধবার পাবনার সাঁথিয়া উপজেলার বলরামপুর বিএইচসিএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

শামসুল হক টুকু বলেন, শিক্ষা খাতে ব্যয়ের অপর নাম বিনিয়োগ। শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আর স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার কারণে মেধাবী সন্তানরা বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছে।

তিনি বলেন, সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীকে মানবসম্পদে পরিণত করতে মাদরাসা শিক্ষার আধুনিকায়ন করে সাধারণ শিক্ষা ব্যবস্থার সমমর্যাদা প্রদান করেছে। মাদরাসা শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার প্রতিষ্ঠান, কোনো জঙ্গি তৈরির কারখানা নয়। মাদরাসায় বর্তমানে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত, দক্ষ মানবসম্পদ তৈরি করা হচ্ছে। প্রতিটি মাদরাসায় বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে পাঠদান করতে হবে।

এর আগে, তিনি সাঁথিয়া উপজেলাধীন মেহেদীনগর এম সি কে আলিম মাদরাসার নবনির্মিত চার তলা ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

বিএচইসি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, মীর মঞ্জুর এলাহী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF