চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার মানবিকতার জন্যই খালেদা জিয়া বাড়িতে আছেন: নাদেল

প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২ ১০:৫৩ : পূর্বাহ্ণ

শেখ হাসিনার মানবিকতার জন্যই খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়েও বাড়িতে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি এলাকায় আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমদের অর্থ আত্মসাতের মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সেই মামলা করেছিল, আওয়ামী লীগ নয়। সেই মামলায় সাজা হয়েছে, তার জেলে থাকার কথা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার জন্যই খালেদা জিয়া আজ কারাগার থেকে বাড়িতে আছেন।

নাদেল বলেন, বিএনপি বলেছিল পদ্মা সেতু হবে না, হলেও ভেঙে পড়ে যাবে। আজকে বিএনপির মহাসচিব সেই সেতু দিয়ে ঘুরাফেরা করেন, লজ্জা করে না? খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে আটক না থাকলে তিনিও তো পদ্মা সেতু পাড়ি দিতেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেন, ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা ডেল্টা প্ল্যান করেন, তখন বিএনপি দেশকে শ্রীলঙ্কা হয়ে যাওয়ার স্বপ্ন দেখে। এখানেই বিএনপি আওয়ামী লীগের পার্থক্য।

এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এদিকে বিতর্কিতদের কমিটিতে না রাখার দাবিতে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের একাংশ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ১৩ মার্চ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Print Friendly and PDF