চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অসুস্থ ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২ ১২:৩২ : অপরাহ্ণ

ক্রিশ্চিয়ানো রোনালদোর অসুস্থের খবরে এখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের আলোচনার বিষয়। জানা গেছে, পর্তুগিজ এই তারকা ভুগছেন পেটের সমস্যায়। এতে তিনি ছিটকে গেছেন নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগালের প্রস্তুতি ম্যাচ থেকেও।

পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস এ নিয়ে সংবাদ সম্মেলনে জানান, ‘রোনালদোর গ্যাসের সমস্যা হচ্ছে আর  এতে বিশ্রামে থাকায় তিনি আজকে অনুশীলনও করেননি। এই কন্ডিশন ফুটবলারদের অনুকূলে ততটা নেই। তারা লিকুইড হারাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তিনি কালকের ম্যাচে নিশ্চিতভাবেই থাকছে না। ’

এমন কথা জানানোর পর সান্তোসকে পড়তে হয় নানা আলোচনা-সমালোচনার মধ্যে। শুনা যাচ্ছে, এসব থেকে আড়ালে থাকতেই কী অজুহাত দিচ্ছেন রোনালদো। জবাবে সান্তোসের বলেন, পর্তুগালের বাইরের কিছু ভাবনায় নেই তাদের।

তিনি আরও বলেছেন, ‘সাক্ষাৎকার দেওয়ার আগে আমাদের জানানোর প্রয়োজন নেই। এই ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন, স্বাধীনতা আছে। আমাদের ক্যাম্পে কী বলা হচ্ছে, আমি সেটা নিয়েই বেশি আগ্রহী, বাইরের কথায় না। আমাদের তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে। তার সাক্ষাৎকারের জাতীয় দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ’

২০শে নভেম্বর পর্দা উঠছে এবারের কাতার বিশ্বকাপের। আগামী ২৪শে তারিখ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে খেলবে পর্তুগাল। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও উরুগুয়ে।

Print Friendly and PDF