প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২২ ১১:১৮ : পূর্বাহ্ণ
আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম বেড়েছে। গত ৫ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, জিরো কোভিড-১৯ নীতি নমনীয় করার উদ্যোগ নিয়েছে চীন। ফলে দেশটির ধুঁকতে থাকা সম্পত্তি খাত ঘুরে দাঁড়ানোর আশা জেগেছে। তাতে আকরিক লোহার চাহিদা বাড়তে পারে। যে প্রত্যাশায় শক্ত ধাতুটির দর বৃদ্ধি পেয়েছে।
দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আকরিক লোহার জানুয়ারির সরবরাহ মূল্য বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৭২৪ ইউয়ানে বা ১০২ দশমিক ৮০ ডলারে।
আগের কার্যদিবসে যার দর ছিল ৭২৭ ইউয়ান। গত পাঁচ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ পর্যায়ে আছে। ওই সময় প্রতি টনের দাম ছিল ৭৩৫ দশমিক ৫০ ইউয়ান।
অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত উৎপাদনের উপাদানটির ডিসেম্বরের চুক্তি মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। টনপ্রতি দাম স্থির হয়েছে ৯৫ ডলারে। এছাড়া সাংহাই ফিউচার এক্সচেঞ্জেও শক্ত ধাতুটির দর ঊর্ধ্বমুখী হয়েছে।