প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২২ ১২:৫০ : অপরাহ্ণ
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে (১৫ নভেম্বর) দেশটির অন্যতম অঙ্গরাজ্য ফ্লোরিডায় এক জনাকীর্ণ সভায় তিনি এই ঘোষণা দেন।
বুধবার (১৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করে তুলতে আজ রাতে আমি যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিচ্ছি।
তিনি বলেন, এরকম ভিড়ে সত্যি কথা বলা সহজ, যখন সমাবেশে এত ভালোবাসা থাকে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, সুতরাং এখন থেকে ২০২৪ সালের নির্বাচনের দিন পর্যন্ত… আমি এমনভাবে লড়াই করব, যা আগে কেউ করেনি। আমরা উগ্র বাম ডেমোক্র্যাটদের পরাজিত করব, যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করছে।
নিজের শাসনামলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বর্গযুগ বলে অ্যাখ্যা দেন ট্রাম্প। তিনি বলেন, আমার আমলে আমেরিকার অর্থনীতি শক্তিশালী ছিল। উত্তর কোরিয়া একটি মিসাইলও পরীক্ষা করেনি। পৃথিবীতে এত হানাহানি ছিল না। শক্তিশালী অর্থনীতির কারণে মুদ্রাস্ফীতি বাড়েনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ন্যান্সি পেলোসি অবশ্যই চলে যেতে হবে।