প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২২ ১:১৪ : অপরাহ্ণ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশটাকে পেছনে নিয়ে যেতে চায়। তারা এ দেশটাকে পাকিস্থান বানাতে চায়। তাদের স্লোগান হলো টেক ব্যাক বাংলাদেশ। তারা ডিজিটাল বাংলাদেশকে আনালগ বাংলাদেশে রূপান্তরিত করতে চায়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পতন হলে তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে। তারা আবার এ দেশকে বাংলা ভাইয়ের প্রতিষ্ঠা করতে চায়। তারা আবার একুশের গ্রেনেড হামলা প্রতিষ্ঠা করতে চায়। তাদের হাতে এদেশ দেয়া যাবে না।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আনিছুর রহমানকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করেন ড. হাছান মাহমুদ।
এ সময় আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ জেলা আওয়ামী লীগের সদস্য ড. রোকেয়া সুলতানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, শহিদুল ইসলাম বকুল এমপি বক্তব্য রাখেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকট আনিসুর রহমান।