চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পতেঙ্গা সী বীচ এলাকা থেকে পতিতা ও খদ্দের সহ আটক ৯

প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২২ ১১:৩১ : অপরাহ্ণ

পতেঙ্গা মডেল থানাধীন সী বীচ এলাকায় ৬ জন পতিতা ও ৩ জন খদ্দেরকে আটক করেছে পতেংগা থানা পুলিশ । জানাযায়,বুধবার এসআই শাহ জাহান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় ডিউটিরত অবস্থায় অভিযোগ পেয়ে তাদের আটক করেন। জানা গেছে, বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে পতেঙ্গা সী বীচ এলাকায় অবস্থানকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের কার্যক্রমে জনসাধারণ বিরক্ত হওয়ায় এবং এলাকার পরিবেশ নষ্ট করায় ৬জন পতিতা ও ৩জন খদ্দেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Print Friendly and PDF