চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চোরাই মোটর সাইকেল ও নগদ টাকা সহ গ্রেফতার ০১জন

প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২২ ১১:৩০ : পূর্বাহ্ণ

১৩ নভেম্বর, ২০২২,রাত ১০.০০ ঘটিকা হইতে ১৪/১১/২০২২ইং তারিখ সকাল অনুমান ০৫.৩০ঘটিকার মধ্যবর্তী  সময়  পতেঙ্গা মডেল থানাধীন পশ্চিম হোসেন আহম্মদ পাড়া খেজুর তলা বাইশ কলোনী শাকিলের মায়ের দ্বিতীয় তলা বিল্ডিংয়ের সিঁডি ঘর হইতে ১৩/১১/২০২২ইং তারিখ রাত অনুমান ১০.০০ঘটিকা ১৪/১১/২০২২ইং তারিখ ভোর অনুমান ০৫.০০ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় বাদী বাদী মোঃ সোহাগ এর এফজেড মোটরসাইকেল, যাহার রেজি নং-চট্ট মেট্রো-ল-১৬-৯৬০৮, মূল্য অনুমান- ২,৬০,০০০(দুই লক্ষ ষাট হাজার) টাকা সহ নগদ ১০০০০ টাকা চুরি হয়ে যায়। ১৪/১১/২০২২ইং তারিখ সকাল অনুমান ০৫.৩০ঘটিকার সময় বাদীর বর্নিত বর্তমান ঠিকানা পতেঙ্গা মডেল থানাধীন পশ্চিম হোসেন আহম্মদ পাড়া খেজুর তলা খেজুরতলা হইতে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনায় জড়িত আসামী মোঃ সোহেল (২৭) কে বাদীর চোরাই যাওয়ার মোটর সাইকেল ও নগদ টাকা সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ- মোঃ সোহেল (২৭), পিতা-আঃ হালিম, মাতা-শামছুন্নাহার ,স্থায়ী: গ্রাম- বরল্লা (সমুদ্র বাড়ী,মেহের আলী হাজী বাড়ি, ০৫ নং ওয়ার্ড, ৯ নং উত্তর হাওলা ইউনিয়ন, ) , উপজেলা/থানা- মনোহরগঞ্জ, জেলা -কুমিল্লা, বাংলাদেশ উদ্ধারঃ- ০১টি এফজেড মোটর সাইকেল, যাহার রেজি নং-চট্ট মেট্রো-ল-১৬-৯৬০৮, মূল্য অনুমান- ২,৬০,০০০(দুই লক্ষ ষাট হাজার) টাকা এবং নগদ ১০,০০০টাকা । গৃহীত ব্যবস্থা ও ফলাফলঃ পতেঙ্গা থানার মামলা নং-১২, তারিখ-১৪/১১/২০২২ইং, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে

Print Friendly and PDF