চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আ. লীগের সংবাদ প্রকাশে সাংবাদিকদের সতর্ক করলেন কাদের

প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২২ ৩:০৬ : অপরাহ্ণ

আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা সংবাদ দেওয়া থেকে বিরত থাকতে দেশের গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে আপনারা বিরত থাকবেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানী বিআরটিএর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি এ অনুরোধ জানান। এসময় সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হওয়ার খবরকে মিথ্যা দাবি করেন কাদের।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে। ’

এদিনের বিষয় পরিষ্কার করে সেতুমন্ত্রী বলেন, ‘নিহত ওই ব্যক্তি সম্মেলনের ধারেকাছে ছিলেন না। তিনি বাড়িতে ছিলেন। বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটাকে এখন বলা হচ্ছে, আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে। ’

কাদের বলেন, ‘পুরোপুরি অবহিত না হয়ে কেউ এভাবে নিউজ করবেন না। যদি কেউ মারা যায় সম্মেলনে সে ক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে আপনারা (সাংবাদিক) খবর নেন। ’

বিরোধী দলের সমাবেশের সংক্রান্ত খবরগুলোর বিষয়ে তুলে ধরেন আওয়ামী লীগের এ নেতা। এসময় তিনি বলেন, ‘বিরোধী দল হলে আপনারা শিরোনাম দেন- চারদিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে, হেঁটে আসতেছে। এগুলো দিতে আমাদের বারণ নাই। এগুলো আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ’

এসময় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা।

Print Friendly and PDF