চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

লালবাগ কেল্লায় টিকটক নিষিদ্ধ

প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২২ ১২:০২ : অপরাহ্ণ

দিনদিন টিকটকের প্রতি আসক্তি বাড়ছে মানুষের। কেউ ঘরে বসে, কেউ আবার বাইরে বসে করে থাকেন টিকটক। টিকটকের নেশায় মত্ত তরুণ-তরুণীদের মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনাও আছে। আছে টিকটকের ফাঁদে ফেলে বিদেশে পাচারের ঘটনাও।

সম্প্রতি রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় দর্শনার্থীদের সঙ্গে টিকটকারদের বাকবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে সেখানে টিকটকের ভিডিও করায় নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার এই নিষিদ্ধের ঘোষণা দেয় লালবাগ কেল্লা কর্তৃপক্ষ। লালবাগ কেল্লার সহকারী তত্ত্বাবধায়ক তানজিলুর রহমান সংবাদমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেল্লায় দর্শনার্থীদের অসুবিধা করে অনেকে টিকটকের জন্য ভিডিও করছিলেন। তাদের অনেককে দর্শনার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এ কারণে আমরা কেল্লার ভেতরে টিকটক ভিডিও বন্ধ করতে বলেছি। নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly and PDF