প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২২ ১২:০২ : অপরাহ্ণ
সম্প্রতি রাজধানীর ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় দর্শনার্থীদের সঙ্গে টিকটকারদের বাকবিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে সেখানে টিকটকের ভিডিও করায় নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার এই নিষিদ্ধের ঘোষণা দেয় লালবাগ কেল্লা কর্তৃপক্ষ। লালবাগ কেল্লার সহকারী তত্ত্বাবধায়ক তানজিলুর রহমান সংবাদমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেল্লায় দর্শনার্থীদের অসুবিধা করে অনেকে টিকটকের জন্য ভিডিও করছিলেন। তাদের অনেককে দর্শনার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এ কারণে আমরা কেল্লার ভেতরে টিকটক ভিডিও বন্ধ করতে বলেছি। নির্দেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।