চট্টগ্রাম, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এ্যানী রহমানের আসনে এমপি হলেন ডরথী

প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২২ ১১:২৩ : পূর্বাহ্ণ

শেখ এ্যানী রহমানের মৃত্যুতে জাতীয় সংসদ কর্তৃক শূন্য ঘোষিত সংরক্ষিত-১৯ আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন ডরথী রহমান।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ও সংরক্ষিত আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে একাদশ জাতীয় সংসদের ১টি সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ১ নভেম্বর। ঐ সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ডরথী রহমান মনোনয়নপত্র দাখিল করেন। ২ নভেম্বর যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ৮ নভেম্বর। এই সময়ের মধ্যে ডরথী রহমান মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে, ১১ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ আসনের এমপি শেখ এ্যানী রহমান। এরপর আসনটির এমপি পদ শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ।

Print Friendly and PDF