চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডান পায়ের বদলে বাম পা কেটে ফেলা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল

প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২২ ২:২৬ : অপরাহ্ণ

ইভ্যালির ফান্ড থেকে টাকা প্রদানের তথ্য চান হাইকোর্ট

ভুল চিকিৎসার মাধ্যমে ঝিনাইদহের আব্দুল মান্নান নামের এক রোগীর ডান পায়ের বদলে বাম পা কেটে ফেলা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

রোববার (১৩ নভেম্বর) বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। সেই সঙ্গে ভুক্তভোগীকে কেনো ক্ষতিপূরণ দেয়া হবে না, জানতে চেয়ে রুল দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত রিপোর্ট ২৮ জানুয়ারি রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট।

স্বাস্থ্যসচিব, বিএসএমএমইউ ও বিএমডিসিকে বিবাদী করা হয়েছে। সম্প্রতি নিজের ডান পায়ের চিকিৎসার জন্য অর্থপেডিক হাসপাতালে ভর্তি হন মান্নান। তবে সেখানকার চিকিৎসক করিম রেজা তাকে শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে বলেন। পরে ডান পায়ের বদলে বাম পা  চিকিৎসার নামে কেটে ফেলা হয়।

এ চিকিৎসক করিম রেজা তাকে ক্ষতিপূরণ দিতে চাইলেও সেটি আর দিচ্ছিলেন না।

Print Friendly and PDF