প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২২ ২:০৬ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুযোগ বা প্রণোদনা অনেককেই দেওয়া হয় কিন্তু সবাই সেটা কাজে লাগতে পারে না। তবে আমাদের গার্মেন্টস শিল্প সেটাকে কাজে লাগাতে পেরেছে। এজন্য সবাইকে ধন্যবাদ।
বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পোশাক শিল্পকে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ উদ্বোধনকাল প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেনি তিনি। এর আগে শনিবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে একটি গলফ টুর্নামেন্টের মধ্য দিয়ে মেগা ইভেন্ট ‘মেড ইন বাংলাদেশ উইক ২০২২’ শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করে দিয়েছে। তৈরি করোনা মোকাবিলায় পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার।
তিনি বলেন, স্বাধীনতার পর প্রথম বছরে ২৫টি পণ্য রপ্তানির মাধ্যমে মাত্র ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছিল। সেখানে ২০২১-২২ অর্থ বছরে পণ্য রপ্তানি খাত থেকে ৫২.০৮ বিলিয়ন মার্কিন ডলার আজকে অর্জিত হয়েছে। রপ্তানি বাজার আজকে বহুগুণে বিস্তৃতি লাভ করেছে।