প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২২ ২:৪৭ : অপরাহ্ণ
বিশ্বকাপ ফুটবল যতই ঘনিয়ে আসছে, মানুষের উন্মাদনা ততই বেড়ে চলেছে। বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাভিশ্বাস ওঠার অবস্থা, তখনও মানুষের ফুটবল জ্বরের কাঁপুনিতে ভাটা পড়েনি এতটুকু। তেমনি এক ফুটবলপ্রেমী কুড়িগ্রামের আশরাফুল আলম। নিজের ব্যাটারীচালিত অটোরিকশা সাজিয়েছেন পছন্দের দল আর্জেন্টিনার পতাকার রঙ্গে।
আশরাফুল আলমের অটোরিকশা দেখলেই চড়ছেন আর্জেন্টাইন সমর্থকরা। উৎসুক মানুষরাও আসছেন দেখতে। কেউ কেউ তুলছেন সেলফি। আশরাফুল বলছে দলের জন্য বড় কিছু করার ইচ্ছা তার। কিন্তু সামর্থ্য আটকে এখানেই। গোলাম মওলা সিরাজের
দলের খেলা ভালো লাগা থেকে আর্জেন্টিনার সমর্থক হয়ে যান আশরাফুল। এর আগে ২০১০ সালে নিজের বাইসাইকেলটি সাজিয়েছিলেন আর্জেন্টিনার পতাকার রং-এ। এবার অটোরিকশা রাঙিয়ে মনের ভালোবাসা প্রকাশ করেছেন তিনি।