চট্টগ্রাম, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে বাস-লরি সংঘর্ষে নিহত ৪

প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২ ৭:১৬ : অপরাহ্ণ

ফেনীতে বাস-লরি সংঘর্ষে চার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার ( ৯ই নভেম্বর) সকালে ফেনির দুলামিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া যায়। একজন হলেন কাভার্ডভ্যানের সহযোগী নাজমুল (২৯) , আরেক জন বাসের যাত্রী রিয়াজ উদ্দিন, তার বাড়ি লক্ষ্মীপুরের ভবানীপুরে বলে জানা গেছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে দ্রুতগামী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।  তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর তিন জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

Print Friendly and PDF