প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২ ১:৫২ : অপরাহ্ণ
ছেলেরা যা পারেনি, নারীরা তাই করে দেখিয়েছে, আর এটিই বাস্তবতা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘যুদ্ধে জয় করেছে তাই খেলাতেও জয় করবো’ এমন মনোভাব নিয়েই মাঠে নামতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৯ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে জাতীয় মহিলা দলের ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রত্যেক খেলায়াড়দের হাতে পাঁচ লাখ ও কর্মকর্তাদের হাতে দুই লাখ টাকা সম্মাননার চেক তুলে দেন শেখ হাসিনা।পরে প্রধানমন্ত্রীর কাছে ট্রফি তুলে দেন অপরাজিত চ্যাম্পিয়নরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সময় প্রমীলা ফুটবল দলের খেলা বন্ধ হয়ে গেলেও আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা আবার শুরু হয়। খেলাধুলা করে যারা বিত্তশালী ব্যবসায়ী হয়েছেন নতুন খেলায়াড়দের পাশে দাঁড়াতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।