চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আইএমএফের ঋণের প্রথম কিস্তি মিলবে ফেব্রুয়ারিতে: অর্থমন্ত্রী

প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২ ৪:০৯ : অপরাহ্ণ

যেভাবে চাওয়া হয়েছে, সেভাবেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, যেভাবে আমরা চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে ঋণের সব প্রক্রিয়া শেষ হবে। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

Print Friendly and PDF