প্রকাশ: ৯ নভেম্বর, ২০২২ ৪:১৭ : অপরাহ্ণ
অবশেষে ভাইরাল হওয়া অডিও ক্লিপের বিষয়ে মুখ খুললেন এরিক এরশাদ। মঙ্গলবার (৮ নভেম্বর) মা বিদিশার বিরুদ্ধে করা সকল অভিযোগ আজ বুধবার (৯ নভেম্বর) অস্বীকার করেন তিনি।
তিনি জানান, রুবায়েত ও কাজী মামুন বিভিন্ন হুমকি দিয়ে জোড় করে তাকে কথাগুলো বলতে বাধ্য করেছে। তার মা তাকে বন্দি করে রেখেছে কিনা জানতে চাইলে তিনি বলেন ‘না, এরকম কিছু হয়নি। আমি আমার মায়ের সাথে ভালো আছি।’
তিনি আরও বলেন ‘দেখতে পাচ্ছি দুদিন যাবত আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা লেখালিখি হচ্ছে। ২৭ তারিখ ওমরাহ করতে গিয়েছিলাম। যাওয়ার আগে কাজী রুবায়েত এবং কাজী মামুন জিডি করেছেন যাতে আমরা ওমরাহ করতে যেতে না পারি। তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে বলেছেন আমার মাকে তারা ১৪ হাত মাটির নিচে পুঁতে রাখবে। ওমরাহ করতে যাওয়ার আগে আমি ট্রাস্টি বোর্ডের নতুন কমিটি করেছি এবং আগের ট্রাস্টি বোর্ডকে বহিষ্কার করেছি কারণ তারা কেউ আমার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে না।’
তিনি জানান, বিগ্রেডিয়ার জেনারেল তানভীর ইকবাল এবং মেজর আনিস শিকদার ও জুবায়ের সাহেব বর্তমান ট্রাস্টি বোর্ডে আছেন।