চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার বার্সার বিপক্ষে খেলবেন রোনালদো

প্রকাশ: ৮ নভেম্বর, ২০২২ ১১:০৭ : পূর্বাহ্ণ

রিয়াল মাদ্রিদে খেলার সময় প্রতি মৌসুমেই বার্সেলোনার বিপক্ষে লড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা সিআর সেভেন এখন খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এবার এই দলের হয়েই বার্সার বিপক্ষে খেলবেন তিনি। যেখানে প্রতিযোগিতার মাধ্যম ইউরোপা লিগ।

আগের মৌসুমের মতো এবারও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গ্রুপ পর্বে তৃতীয় হয়ে শেষ করায় নিয়ম অনুযায়ী ইউরোপা লিগে নাম লেখাতে হয়েছে ক্লাবটিকে। নকআউট রাউন্ডের প্লে অফে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে পড়েছে কাতালানরা।

এবারের ইউরোপা লিগ খেলতে হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসকেও। প্লে অফে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে নান্তেস। এছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়া খেলবে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে।

গতবারের প্রিমিয়ার লিগটা ম্যানচেস্টার ইউনাইটেডের যাচ্ছেতাই কেটেছে। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগে জায়গাই হয়নি ইংলিশ জায়ান্ট ক্লাবটির। ইউরোপা লিগে অবশ্য ভালো শুরু পেয়েছে টেন হাগের দল। গ্রুপ পর্বে ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা।

তবে পয়েন্ট সমান থাকলেও রিয়াল সোসিয়াদাদের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সরাসরি শেষ ষোলোয় জায়গা করতে পারেনি ইউনাইটেড।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপের তৃতীয় হওয়া দলগুলো ও ইউরোপা লিগের আট গ্রুপের রানার্সআপ দলগুলো ইউরোপার প্লে অফ রাউন্ডে খেলবে। এখান থেকে আট জয়ী দল উঠবে শেষ ষোলোয়। সেখানে তাদের জন্য অপেক্ষা ইউরোপা লিগের আট গ্রুপ চ্যাম্পিয়ন।

ইউরোপা লিগের প্লে অফ রাউন্ডের প্রথম লেগ হবে ১৬ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে দ্বিতীয় লেগ। এক নজরে দেখে নিন ইউরোপা লিগের প্লে অফ ম্যাচগুলো-

বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড

জুভেন্টাস-নান্তেস

স্পোর্টিং লিসবন-মিতউইলান

শাখতার দোনেৎস্ক-স্টাডে রেনে

আয়াক্স-ইউনিয়ন বার্লিন

বায়ার লেভারকুসেন-মোনাকো

সেভিয়া-পিএসভি আইন্দহোভেন

সালজবুর্গ-রোমা

Print Friendly and PDF