চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন কী, বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের

প্রকাশ: ৮ নভেম্বর, ২০২২ ১১:০৪ : পূর্বাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ডাক দিলে লাখ লাখ লোক জড়ো হবে। আওয়ামী লীগ দাঁড়ালে বিএনপি পালানোর পথ পাবে না। আন্দোলন কী- তা সময় এলে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে।

সোমবার বিকেলে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাকার বস্তার উপর বসে আছেন। টাকা খরচ করে জনগণকে উসকানি দিচ্ছে বিএনপি। মানুষের প্রতি বিএনপির কোনো দরদ নেই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগে কোনো পকেট কমিটি হবে না। যারা ত্যাগী, কর্মীরা যাদের চায় তারাই নেতৃত্বে আসবে। অন্যদিকে, দুর্নীতির দায়ে দেশ ছেড়ে পলাতক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলনের কথা বলে। আসলে তারা পুরনো হাওয়া ভবন ফেরত পাওয়ার পথ খুঁজছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আর বিএনপির লক্ষ্য একটাই, তারা দেশকে পিছিয়ে দিতে চায়।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন, আইন করে তাদের বিচার বন্ধ করেছেন। যারা খুনিদের পুরস্কৃত করেছে ও নানা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দিয়েছে তাদের ক্ষমা নেই। ডিসেম্বর মাসে তাদের মোকাবিলা করা হবে। বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। অন্য কোনো পথে সুযোগ নাই, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান প্রমুখ।

Print Friendly and PDF